আঙুল
পর পর পাঁচটি আঙুল
সাজিয়ে রাখা
একটা আঙুল আদর খোঁজে
একটা আঙুল ইশারায় কাছে ডাকে
মধ্যমাটি চিন্তায় মগ্ন ধরতে দেবে কাকে
একটা আঙুল অপেক্ষায় প্রভাত সূর্যের
বাকিটা হাসছে শুধুই
তারও কী কিছু বলার আছে?
আঙুল
পর পর পাঁচটি আঙুল
সাজিয়ে রাখা
একটা আঙুল আদর খোঁজে
একটা আঙুল ইশারায় কাছে ডাকে
মধ্যমাটি চিন্তায় মগ্ন ধরতে দেবে কাকে
একটা আঙুল অপেক্ষায় প্রভাত সূর্যের
বাকিটা হাসছে শুধুই
তারও কী কিছু বলার আছে?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতা প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
** অপূর্ব…