অভিমানী কোন এক যোদ্ধা

অভিমানী কোন এক যোদ্ধা

বর্ণ চিনতে বড় কষ্ট হয়
সবকিছুই যেনো ক্যামোফ্লেজ
প্রণয়বেলায় দেখা টকটকে লালসূর্যটা
একটা সাদাকালো ফুলের মতো

শুধু দৈর্ঘ্য প্রস্থেই বড় হচ্ছি আমরা
মনের মানুষ চেনার মতো ঘ্রাণশক্তি হয়নি আজও
ঈষৎ ঝুঁকে পড়ো শতবার দেখি
একটা শূন্য এঁকে দিবো বুকে

ইহকালের যতো ভুল সব খুন হয়ে যাক
অভিমানী কোনো যোদ্ধার ন্যায়।

4 thoughts on “অভিমানী কোন এক যোদ্ধা

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় মোকসেদুল ইসলাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. শুধু দৈর্ঘ্য প্রস্থেই বড় হচ্ছি আমরা

    খুবই ভাল লেগেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।