শুধু মিষ্টি

শুধু মিষ্টি

ঠোঁটের অগলা ভুমিতে কেউ কথা বলে
কেউ লাউয়ের ডগা পাতে চেয়ে চেয়ে থাকে;
কেউ রস খায় মিষ্টি- এখানে শুধু তিত্তী !
তিত্তীর আরালে বৃষ্টি- কে গড়ে নতুন সৃষ্টি-
সৃষ্টির বাহুডরে হাজারো দেয় ঝিলকি;

কেউ রস খায় মিষ্টি- এখানে শুধু তিত্তী !
কে দেখে আর- সোনাই পোড়া কৃর্তী;
ইতিহাস বলেই কথা -সব লাগবে মিষ্টি-
লাউয়ের ডগা ওখানেই সাজানো থাক
রঙিন ঝানলায় রোদ বৃষ্টি দোলে মিষ্টি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুধু মিষ্টি

  1. শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। কবিতার জন্য ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।