শুধু মিষ্টি
ঠোঁটের অগলা ভুমিতে কেউ কথা বলে
কেউ লাউয়ের ডগা পাতে চেয়ে চেয়ে থাকে;
কেউ রস খায় মিষ্টি- এখানে শুধু তিত্তী !
তিত্তীর আরালে বৃষ্টি- কে গড়ে নতুন সৃষ্টি-
সৃষ্টির বাহুডরে হাজারো দেয় ঝিলকি;
কেউ রস খায় মিষ্টি- এখানে শুধু তিত্তী !
কে দেখে আর- সোনাই পোড়া কৃর্তী;
ইতিহাস বলেই কথা -সব লাগবে মিষ্টি-
লাউয়ের ডগা ওখানেই সাজানো থাক
রঙিন ঝানলায় রোদ বৃষ্টি দোলে মিষ্টি।
শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। কবিতার জন্য ধন্যবাদ।