আলপিনগুলো

আলপিনগুলো

মাটি ভেদ করে যাচ্ছে কয়েকটি আলপিন
আবার কেউ কেউ বেছে নিচ্ছে ভিন
দেশ,পরিবেশ,পরিজন ….লিখে গণিতে
আসছে কাছে— পুনরায় ভালোবাসা দিতে
ভুলে, ভরা হাসির সাতরঙা রহস্য
এই মাঠে এর আগে যারা খুঁজেছিল হলুদ শস্য

তাদের কে জানিয়ে প্রত্ন প্রণাম
আমিও আলপিন দিয়ে নদীজলে স্মৃতি লিখিলাম।

3 thoughts on “আলপিনগুলো

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ”আমিও আলপিন দিয়ে নদীজলে স্মৃতি লিখিলাম।”

    ভালো লাগার পাঠ প্রিয় কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।