ঊর্ণি চূর্ণী ৭
তুমি পাল্টাচ্ছো বদলে যাচ্ছ একটু একটু করে
রোজ সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি তোমার যোনিময়তা
স্তনপ্রলুব্ধি মুছে যাচ্ছে ফ্রন্টাল লোব পার্শিয়াল লোব থেকে,
স্পাইনাল কর্ডের মাঝের স্নায়ুর ঝাঁকে ছুটে আসছে
মৌসুমী হাওয়ার হড়কা বান;
তুমি নিজেই জানো না, ঊর্ণি প্রতিদিন প্রত্যেক সেকেন্ডে
বদলে যাচ্ছে তোমার তুমি।
‘তুমি নিজেই জানো না, ঊর্ণি প্রতিদিন প্রত্যেক সেকেন্ডে
বদলে যাচ্ছে তোমার তুমি।’ ___ সম্ভবত ঠিকই বলেছো কবি সৌমিত্র।
ভালো লাগা রইল দাদা