দৌড়

দীর্ঘশ্বাসগুলো জমা রাখিনা;
ভোর হলেই মুঠো খুলে ছড়িয়ে দেই।

সিঁড়ি উঠতে গিয়ে দেখি, প্রথম ধাপেই
শুয়ে আছে সতর্ক ডোবারম্যান পিনশার
কানখাড়া, গুটান লেজ
মুহূর্তেই হামলে পড়তে পারে;
ভঙ্গিমায় একথা সুস্পষ্ট।
সেই থেকে সিঁড়িঘরে গিয়েছি আটকে;
সিঁড়িপথ ভুলে গেছি।

কেউ কেউ, খোলাচোখ আকাশে নিবদ্ধ
মুক্তকচ্ছ
রণপায় দৌড়ায়।
বলতে ইচ্ছা হয়—
থামো, এতো দ্রুততার কিছু নেই।
পিছলালে তোমারই পতন।

কোন দৌড়াকাঙ্ক্ষীকে কখনো
‘ধীরে চলো’ একথা বলতে নেই।

2 thoughts on “দৌড়

  1. ‘কেউ কেউ, খোলাচোখ আকাশে নিবদ্ধ
    মুক্তকচ্ছ
    রণপায় দৌড়ায়।
    বলতে ইচ্ছা হয়—-
    থামো, এতো দ্রুততার কিছু নেই।
    পিছলালে তোমারই পতন।’

    ______ চমৎকার একটি কবিতা। সালাম এবং শুভেচ্ছা জানবেন আপা।

  2. ভালো লাগল। শুভসকাল আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।