কবিতা পর্ব

কবিতা পর্ব


হেটে যাচ্ছি নির্বিকার আহত বেকারের মত,
যেখানে কিছুটা সময় আমাকে থামতে বলা হয়েছিল,
বলা হয়েছিল
হাত ছড়িয়ে বৃষ্টিতে ভেজার কথা
আঁচলে মুখ মুছে অপলক তাকিয়ে থাকার কথা
মমতায় ক্লান্ত হয়ে গা এলিয়ে দেয়ার কথা
আমৃত্যু ভুলে না যাবার কথা।

কথা রাখতে জানিনা বলে
এক নগর কাশবন ভালবাসা মাড়িয়ে আমি হেটে যাচ্ছি উদ্দেশহীন,
হেটে যাচ্ছি নির্বিকার আহত চাতকের মত।

২.
আপাতত বেশ কিছুদিন এভাবেই কাটুক,
রেশ থাকুক কুয়াশার
কাকগুলো ঘুমিয়ে থাকুক আপনালয়ে
স্বপ্নগুলো দীর্ঘায়িত হোক উষ্ণতায়
স্পষ্ট হোক বাঁচিয়ে রাখা ম্রিয়মাণ ক্ষত।

অতঃপর ধীরপায়ে
চিড়ফাটা বিমর্ষ বোধ ভোলাতে
আগুনের চিত্রকল্প বুকে নিয়ে আসুক অভিমানী ফাগুন,
আমাদের কোন তাড়া নেই।

4 thoughts on “কবিতা পর্ব

  1. এমন অনেক ভিন্ন মাত্রিক লিখা আপনার এদিক ওদিক ঘুরে বেড়ায়।
    পড়তে ভালো লাগে বলে আজ এই গুচ্ছটিকে ধরে এনেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    শব্দনীড় এ আপনাকে স্বাগতম মি. একজন নিশাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আসলে এলোমেলো হয়ে গেছে সব

  2. ভিন্নধাঁচের কবিতা পড়তে বরাবরই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম হলো না। কবিতায় ভালো লাগা রইল কবি।

    1. ভাললাগায় ধন্যবাদ প্রিয় মোকসেদুল ইসলাম ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।