জলবাষ্প

540a

জলবাষ্প

যদিও জানি অবহেলা
ফুলকেও করে জড়
জীবনকে দেয় দুইমুখ
সাপের আদল
কিছু ঋণ রয়ে গেছে,
কিছু দায় যদিও
মনমেঘ সরালে চাদর
তোমার কাছেই যাব।

পথ, যা দিয়েছিলাম ফেলে
সে যেন গিয়ে মিশেছিল
তোমার নীরবতার পারে,
কিছু ভুল এখনো
পড়ে আছে ঐখানে
অবাক জোনাকীর ভিড়ে
তুমি ছিলে জানি তবে
বাঁশী যেন বাজে এইখানে আজো।

তোমার কাছে যাব বৃষ্টি এলে বা না এলেও।


অসুখ
আমি মৌয়ালি- আমি চাক ভাংবো,
তোমার ভূগোল থেকে পৌঁছে যাব আমি,
পৌঁছে যাব অন্য কোথাও

জেগে ওঠো প্রেম

আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।

4 thoughts on “জলবাষ্প

  1. তোমার নীরবতার পারে, কিছু ভুল এখনো
    পড়ে আছে ঐখানে অবাক জোনাকির ভিড়ে
    তুমি ছিলে জানি তবে এখন বাঁশী বেজেছে এইখানে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. তোমার কাছে যাব বৃষ্টি এলে বা না এলেও।

    ভালো লাগা অশেষ !

  3. ** প্রিয় কবি, আগের মত সরব উপস্থিতি চাই…

  4. অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।