বিভোল নেত্র

অজস্র কথা মালা আর স্বরচিত একটি কবিতায়-
আমার চয়িত শব্দ গুলো,
নিপুণা লক্ষ্মী আত্মাটার জন্য-
যাকে শব্দের গাঁথুনিতে মানবী রূপে উন্মোচন করি।

কতক মনুষ্য সৃজিত বয়ানে-
পারিপাট্য ‘ডাগর চোখ ওয়ালী’-মনোহরা,
চোখ দু’টোতেই স্বপ্ন দেখি,
জীবন-বিনিময়ে।

অকারণে আজ কথাদের নিমন্ত্রণ,
অজানা গন্তব্যে বিলিন হউক স্বপ্ন সমেত,
তুমি আছো বিচক্ষণ এক কবির নয়ন জুড়ে-
আমার কণ্ঠ রুদ্ধ!

প্রতিনিয়ত স্বপ্নের সংঘাত-
ডাগর, ডাগর চোখ জোড়া-
অস্তিত্বহীন আমি!
তাই,
কবিদের দরবারে বিচারের অপেক্ষারত,
যে চোখ যুগল স্বপ্নে-স্মরণে,
শান্তির বারতা বয়ে আনে,
সেই চোখ একান্ত আমারই-
উপমায় সাজাবো!

প্রাণ-স্পন্দনে, কবিতার খাতায়,
আমি সাক্ষী রবো-সহস্র বছর!
ডাগর চোখ যুগল-
নিরীহ আমাতে ঘুমহীন রাতের নির্বাসন।

5 thoughts on “বিভোল নেত্র

  1. অকারণে আজ কথাদের নিমন্ত্রণ,
    অজানা গন্তব্যে বিলিন হউক স্বপ্ন সমেত,
    তুমি আছো বিচক্ষণ এক কবির নয়ন জুড়ে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বাহ্ অসাধারণ মিলালেন কথার ঝংকার,
    বেশ লাগলো
    শুভেচ্ছা রইলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।