আমি কমেন্ট ব্লগার, আপনি !!

আমাকে ব্লগার বলা যায় কিনা অথবা ব্লগে থাকি বলে ব্লগার উপাধি দেয়া যায় কিনা জানিনা। তবে আমি আপনার ব্লগ পড়ি। নিয়ম করে নিয়মিত পড়ি। সকালে পড়ি দুপুরে পড়ি সন্ধ্যায় পড়ি এমনকি মাঝ রাতের পরেও পড়ি। পড়তে পড়তে পড়ি। ধন্যবাদ দিতে ভুলিনা।

আপনি ব্লগার। আপনি ব্লগ লিখেন মেধা খাটান কষ্ট করে টাইপ করেন শেষে পোস্ট করেন বলেই পড়ার সুযোগ পাই। আমি খুঁজে খুঁজে আপনার লিখা আপনার মতোই বেগ আবেগ দিয়ে যত্ন নিয়ে পড়ি। আপনার লিখায় জীবন অর্থ খুঁজে পেতে চাই। আনন্দ নেই অশ্রু ঝরাই।

আপনি যখন বিপত্তি সয়ে, আমার মত ক্ষুদ্রের জন্য এতোটাই করেন আমারও কর্তব্য তখন আবশ্যকীয় হয়ে দাঁড়ায় আপনার পোস্টে দুটো কথা বলতে। আমি এক সময় দুই একটা লিখা লিখেছি। এখন লিখি না। লিখা পড়তে পড়তে আমার লিখা আমি ভুলে গেছি। ধরে নিন আমার দেয়ার ক্ষমতা মেয়াদ ফুরিয়েছে। আমি পরম আনন্দ খুঁজে পাই।

যখন দেখি সুমহান পোস্ট ফেলে আমাকে দিয়ে পড়িয়ে পোস্ট ছেড়ে আপনি নির্বাসন নিয়েছেন কাঁহাতক আর আপনার পোস্টে যেয়ে আপনার প্রসংশা বা স্তুতি শব্দের প্রতিমন্তব্য দেখার অপেক্ষায় ক্ষণকালের আয়ুস্কাল এমনি করে খাটো করে ফেলি। আপনি থাকুন আপনার মেধাপ্রকাশ নিয়ে। কমেন্ট ব্লগার বলুন আমার ক্ষতি বা লাভ কোনটাই নেই।

আপনি লিখে যান আপনার মনে আপনার লিখায় আমি আছি। আয়ুদোষে অভিশপ্ত একজন কমেন্ট ব্লগারের এই অধিকার রয়েছে আপনার এহেন আচরণে এমন দুটি কথা বসিয়ে দিয়ে আসার। আমি বলবো না আপনি শুভময় ব্লগিং এ আস্থা আনুন। আপনার ব্লগিং আপনাতে থাক।

আপনার চেতনাবোধের প্রকাশে আমার হার্দিক সম্মান। থাকুক হৃদয় অভিসারে।
আপনার জন্য আমার শুভ স্ট্যাম্প কমেন্ট এ শুধু থাকবে ধন্যবাদ

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

17 thoughts on “আমি কমেন্ট ব্লগার, আপনি !!

  1. আগেও দেখেছি; এখনও দেখছি… হুম আপনি কমেন্ট ব্লগার!

    শ্রদ্ধেয় মুরুব্বী, জানি না কোনদিন ব্লগার ছিলাম কিনা! তবে এতোটা ধৈর্যশক্তি আমাদের বা আমারই নেই, মনের সাথে যুদ্ধ নয় পালিয়ে বাঁচি!

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা প্রিয় কবি মি. রশিদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

      1. স্বাগতম কমেন্ট ব্লগার!!!

  2. * ভালো থাকুন সুপ্রিয় মুরুব্বী…

    1. আপনার জন্যও শুভকামনা স্যার মুহাম্মদ দিলওয়ার হুসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আপনি ব্লগের সম্পদ। আপনি এখানকার নিয়মিত পাঠক। ব্লগার তো বটেই। আপনার মতো গুণমুগ্ধ পাঠকই এখন বড় প্রয়োজন। সবাই যদি কবি হতে চায় তাহলে লেখা পড়বে কে? সবাই শুধু লিখলেই চলবে না। অন্যের লেখাও পড়তে হবে। আমাদের আগে পাঠক হতে হবে। তারপর বড় লেখক হওয়ার চেষ্টা করতে হবে।

    আমাদের পাঠক দরকার। আর যোগ্য পাঠকই রুচিশীল লেখক তৈরি করতে পারবে।

    ব্লগার হিসাবে আপনি অতুলনীয়।
    ধন্যবাদ দাদা।
    আর শুভেচ্ছাসহhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার চেতনাবোধের প্রকাশে আমার হার্দিক সম্মান। থাকুক হৃদয় অভিসারে। :)

  4. আপনি কমেন্ট ব্লগার, আপনি পাঠক, সর্বোপরি আপনি অনুপ্রেরনা দাতা ! আপনার অবস্থান ব্লগারদের অনেক উপরে ! আপনি আছেন তাই শব্দনীড়ের ব্লগাররা ব্লগিং করে ।
    একজন সেনাপতি যুদ্ধে নেতৃত্ব দেয় বলেই যুদ্ধে জয় আসে । সাধারন সৈনিকেরা যুদ্ধে অংশ নেয়, নেতৃত্ব দেয় না !

    1. অশেষ কৃতজ্ঞতা স্যার মি. আনিসুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আগে কোন কনো পোস্টে ১০০র বেশিও কমেন্ট দেখা যেত..
    ব্লগে আমরা নতুন পুরাতন অনেকেই পেয়েছি
    কিন্তু সেই ব্লগার মিস করছি যারা ব্লগটাকে মাতিয়ে রাখতেন
    আসরের মধ্যমণি হওয়া বড় গুণ …
    বলতেই হয় আপনি তাদের মধ্যে একজনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ আপা। আপনার এই মন্তব্যে দারুণ এবং ইম্প্রেশিভ। মুগ্ধ হলাম।
      সময় বদলায়। সময়ের সাথে সাথে আমাদের ব্যস্ততা বাড়ে কিংবা কমে। থামেনা।

  6. লেখকের জনপ্রিয়তা হয়তো কমেন্ট ব্লগারের জন্যই হয়ে থাকে।
    ব্যক্তিগত ভাবে আমি মনে করি-একজন লেখক কেবল একটি চিন্তা-চেতনা মাথায় নিয়েই লিখে থাকেন। আর কমেন্ট ব্লগার সেই রকম হাজারো ব্লগারের লেখাগুলো মাথায় রেখেই মান সম্মত মন্তব্য করেন।

    1. ভালো বলেছেন শ্রদ্ধেয় মি. চিশতী। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. বন্ধু এ জন্য পাঁচ তারা,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা প্রিয় বন্ধু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  8. কমেন্ট ব্লগার নন, আপনি একজন মনোযোগি এবং ঋদ্ধ পাঠক। অনেককে উৎসাহ দিয়ে চলেছেন। ভালো থাকবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. বিনীত হলাম প্রিয় মাহবুব ভাই। সালাম এবং শুভেচ্ছা অগনন আপনার জন্য। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।