যাম ভরেছি নীল খুশীতে
তুমি কি এখন রঙের বাগান?
ছড়িয়ে আছো?
হাসি খিলখিল রঙের ডালি এদিক ওদিক ফলন্ত…
আমাদের এই ছাড়িগঙ্গায় পাখপাখালির অবাধ বাস-
আমাদের এই ছাড়িগঙ্গায়
অস্থিরতার চুপটি ছায়া…
আজই ভোরে স্বপ্নগুলো তোমার ঘুমপ্রদেশে
তুড়ুক খুশীর ঘাই মেরেছে,
সারাদিনের চিন্তামুখে টুকরো খুশীর রূপো…
আমি তখন আলতো করে তোমার গালে হাত রেখেছি-
হাত রেখেছি চোখের পাতায়
নাকের পাটায়, কেশর বুকে…
তুমি এখন নীল সালোয়ার
ছুটির আমেজ,
আমি এখন যাম ভরেছি তোমার খুশীর নীল দিয়ে…
বেশতো !! দারুণ রোম্যান্টিক প্রিয় কবি সৌমিত্র।
Soothing