নশ্বর
অবিনশ্বর
চিরন্তর!
শব্দ দ্যোতনায় নিরন্তর!!
সুন্দর; সেওতো নশ্বর
তবে কি আছে অবিনশ্বর!
ভালোবাসার বন্ধন! সেও নয় চিরন্তর
স্বার্থের টানে চলে যাই; বহুদূর দূরান্তর!
রবির আলো; এতো আলোকিত, আঁধার আছে বলে
আঁধারের মাঝে ডুব দেই, প্রভাত কাছে পাওয়ার ছলে
ঘূর্ণায়মান পৃথিবীর মাঝে ঘুরে ফিরি অহর্নিশ
স্থির নয়, সবই ধাবমান, চোখে ভাসে আশীবিষ।।
“আঁধারের মাঝে ডুব দেই, প্রভাত কাছে পাওয়ার ছলে”
**
ভালো লাগলো।
।
তবে চিরন্তর শব্দের অর্থ বুঝিনি। নাকি চিরন্তন হবে?
এগিয়ে যান কলম ধরে…
* কবি, অনেক অনেক ধন্যবাদ।
চিরন্তর শব্দটি নিরন্তর এর পরিপূরক হিসেবে অন্ত্যমিলের ধারাবাহিকতা হিসেবে ব্যবহার করা হয়েছে…
চমৎকার….
আপনার জন্য….
* ধন্যবাদ…
আপনার চেতনার ধারাবাহিকতায় কেবল মুগ্ধতা রাখি স্যার।
নিয়মিত লিখুন।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, ধন্যবাদ অশেষ…