ঘুম থেকে উঠলেই ইদানিং চোখগুলো
দ্রুত বায়োস্কপ থেকে বেরিয়ে পড়ার মত
আচনক খুলে ফ্যালে রাত,
ঘুমটা রাত্রীদের বায়োস্কপের মত।
অথবা জনাকীর্ণ দূপুরে সেঁটে থাকা স্বপ্নরোদ।
একটা বীজ খুব চেনা লাগা ধানের মত,
অন্য বীজটা হুতুমপেঁচার বাচ্ছা,
আমার ঘুমগুলো অচেনা একটা ধানরাত-
সবুজবাহী স্বপ্নের মতোন,
আর হুতুমপেঁচাকে ভয়াল ঘামের জননী বলে
ডেকেছি এক সময়।
একটা সময় ভুলেই গিয়েছিলাম প্রশ্নটাঃ
আমার বেহাত হওয়া ঘুমগুলো
পৌণে দু’টোর মধ্যেই ফিরে দেবে কিনা?
.
একটা নিশাচর ঘাম ভুল শুধরাতে আসেনা –
আসে ভয়কে লুকাতে।
আমার ঘুম
আমার ঘাম,
একাত্তরের দিনে ফিরে নেয়া
অন্য একাত্তর নয়তো?
.
লেখাঃ ৬/৪/২০১৭ইং
ঘুম থেকে উঠলেই ইদানিং চোখগুলো
দ্রুত বায়োস্কপ থেকে বেরিয়ে পড়ার মত
আচনক খুলে ফ্যালে রাত,
* অসাধারন উপমা কবি ! শুভেচ্ছা অশেষ !!!
কবিতা আমার পছন্দের।
কিন্তু দুঃখের বিষয় কবিতা লিখতে পারি না…আপনার কবিতাটা দেখে পড়তে ইচ্ছে করলো। তাই পড়লাম। ভালো লাগলো….ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক শুভেচ্ছা রাখি আপনার জন্য প্রিয় কবি। সবসময়।
একটা নিশাচর ঘাম ভুল শুধরাতে আসেনা –
আসে ভয়কে লুকাতে।
** সুন্দর…