ছায়াবিকার
ছায়াটা কাঁপছে তুরতুর করে
দরজায়, চৌকাঠে…
হানাদারি করছে
মেঝেতে, দেওয়ালে
অসমসাহসে
ছুঁয়ে ফেলছে সিলিং।
জানলার গরাদ ধরলেই
হারিয়ে যাচ্ছে
ব্ল্যাকব্রাউন অন্ধকারে,
ছিঁড়ে যাওয়া শৈশবের
শেয়ালের ডাকে –
মশার গুনগুন ক্ষিদেয় –
প্রথম চুমুর গাঢ়
ব্ল্যাকহোল চৌম্বকীয় টানে।
ছায়াটা দাউদাউ জ্বলছে
ধূমকেতু হয়ে।
বেশ লিখেছো।
অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল। 