প্রদীপ ও প্রার্থনার গল্প
সকল প্রার্থনা, প্রদীপ হয়েই জ্বলবে জানি তোমার
চোখে। ফেরা হবে না তবু; সকালের সমগ্র বিশ্বাস
ছুঁয়ে যদিও বলেছিলে -শীঘ্রই হবে দেখা বৃষ্টিবিতানে।
মেঘেরা ফিরে যায় ঘরে। সূর্যপিতার আদেশ পেয়ে
রাতও বিছিয়ে দেয় তার নমস্য সুন্দর। আমি কিছু
পবিত্র পাপের আরাধনা সেরে আবার ঝড় গোণতে বসি।
আমার বসে থাকায় কারো কিছু যায় আসে না। কিংবা
দাঁড়িয়ে থাকলেও কেউ জানতে চায় না এর কারণ। এসব
রহস্যের চাঁদ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বেশ আগেই।
মানুষ ফেরায় মুখ।অথবা মুখ ঘুরে দাঁড়ায় ছায়ার বিপরীতে।
শুধু অখণ্ড থেকে যায় মানুষের রক্তশিল্প। আর ঘামঘোরে
যারা ডুবে থাকে, শুধু তারাই দেখে ,এভাবেই মুগ্ধ প্রেমপতন !
দারুণ কবিতা! শুভেচ্ছা গ্রহণ করুন কবি।
মানুষ ফেরায় মুখ।অথবা মুখ ঘুরে দাঁড়ায় ছায়ার বিপরীতে।
শুধু অখণ্ড থেকে যায় মানুষের রক্তশিল্প। আর ঘামঘোরে
যারা ডুবে থাকে, শুধু তারাই দেখে ,এভাবেই মুগ্ধ প্রেমপতন !
*চমৎকার কবি ! শুভকামনা আপনার জন্য !
‘মেঘেরা ফিরে যায় ঘরে। সূর্যপিতার আদেশ পেয়ে
রাতও বিছিয়ে দেয় তার নমস্য সুন্দর। আমি কিছু
পবিত্র পাপের আরাধনা সেরে আবার ঝড় গোণতে বসি। ‘
চমৎকার।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই।
ভালো লাগার মতো একটা কবিতা। শুভেচ্ছা কবি
ভালো লেগেছে।