প্রতিহিংসায় সরিষা ফুল

প্রতিহিংসায় সরিষা ফুল

ধানশালিক আর শ্যামা কোকিলের
আপাদমস্তক গান শোনতে লাগে ভাল-
আমার গান গায়তে গেলে প্রতিহিংসায়
সরিষা ফুলে জ্বালো! ষোলআনা অহংকার বলো।

ধানশালিক আর শ্যামা কোকিলের মতো
আমিও শুনাতে চাই গান- যত শত-
বুঝো না! গানের গীতিকাব্য ঈশ্বর সৃষ্টি রস
সম্য কথাই হবে কি আর প্রতিহিংসায় বস!

অসভ্য ফসলের মাঠ আপন চেতনায় জ্বল
তিরস্কার কণ্ঠমালা নির্জনে অনুতপ্তে কাঁদ!
তাতেই একদিন প্রতিহিংসার হবে কিয়ামত
আমার তোমার সবার সুফল হবে নিয়ামত।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “প্রতিহিংসায় সরিষা ফুল

  1. “বুঝো না! গানের গীতিকাব্য ঈশ্বর সৃষ্টি রস
    সম্য কথায় হবে কি আর প্রতিহিংসায় বশ!”

    চরম সত্য বলেছেন দাদা। শুভ সকাল। শুভ কামনা নিরন্তর…

  2. সুকঠিন কথা কাব্য। শুভ সকাল বাউল কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।