‘একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে …
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।’
একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি
হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
ছবি ও কবির বাণী সবই সুন্দর।
কবি গুরুর শব্দ বাণীতে কখনও কখনও ভীষণ আবেগাপ্লুত হয়ে পরি। শেয়ার করার সুযোগ হারাতে চাই না। আপনাদের সঙ্গে থেকে সঙ্গ পেতেই শেয়ার করি।
মন্তব্য দানে অনেক অনেক কৃতজ্ঞতা মি. সাইয়িদ রফিকুল হক।
অন্তরের নিগূঢ় রহস্য বাণীর আকারে কবি গুরু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বিশ্বময়।
এই সত্যে কোন সন্দেহ নেই মি. চিশতী।
কখনো বিষন্ন হলে কানে হেডফোন দিয়ে কান ফাটানো ভলিউমে গানটি ততক্ষণ শুনি যতক্ষণে এর প্রতিটি কথা মাথায় ঢুকে অন্যসব চিন্তা মাথা থেকে বের করে না দেয় ।
অনেক ধন্যবাদ স্যার অনুভূতি ভাগাভাগির জন্য ।
আপনাকেও ধন্যবাদ মি. আনিসুর রহমান। শুভরাত্রি।
শুভ রাত্রি স্যার !

একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
শুভ সকাল স্যার। শুভ হোক দিন।
শুভ সকাল মি. রশিদ। ভালো থাকুন আনন্দে থাকুন। শুভদিন।