ব্লগবুক অণুলিখন ৪৭

‘একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে …
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।’

একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি
হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে।


.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

9 thoughts on “ব্লগবুক অণুলিখন ৪৭

  1. ছবি ও কবির বাণী সবই সুন্দর।

    1. কবি গুরুর শব্দ বাণীতে কখনও কখনও ভীষণ আবেগাপ্লুত হয়ে পরি। শেয়ার করার সুযোগ হারাতে চাই না। আপনাদের সঙ্গে থেকে সঙ্গ পেতেই শেয়ার করি।

      মন্তব্য দানে অনেক অনেক কৃতজ্ঞতা মি. সাইয়িদ রফিকুল হক। :)

    1. এই সত্যে কোন সন্দেহ নেই মি. চিশতী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কখনো বিষন্ন হলে কানে হেডফোন দিয়ে কান ফাটানো ভলিউমে গানটি ততক্ষণ শুনি যতক্ষণে এর প্রতিটি কথা মাথায় ঢুকে অন্যসব চিন্তা মাথা থেকে বের করে না দেয় ।
    অনেক ধন্যবাদ স্যার অনুভূতি ভাগাভাগির জন্য ।

    1. আপনাকেও ধন্যবাদ মি. আনিসুর রহমান। শুভরাত্রি। :)

  3. একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
    আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।

    শুভ সকাল স্যার। শুভ হোক দিন।

    1. শুভ সকাল মি. রশিদ। ভালো থাকুন আনন্দে থাকুন। শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।