রোজাই দেহরক্ষী

রোজাই দেহরক্ষী

দেহের মাঝে অশ্লীলিন কোষের সন্ত্রাসী বারে
নিত্য ক্ষণে ক্ষণে কু-প্রস্তাব করে-
রাজি ক্ষণে দেহটা উল্টে ক্যান্সারে শুধু মরে!
আর কত ধর্ষণের ভয়ে কুয হবে রক্তনালী
তার জন্য অটোফেজির প্রয়োজনে
১৪-১৫ ঘন্টা বন্ধ রাখো খাদ্যনালী।

তাতেই যত অশ্লীলিন, সন্ত্রাসী, কু-প্রস্তাবরা
মরার রাস্তা খুঁজে পাবে না –
সু-শৃঙ্খল দেহটা সতেজ হবে !
ঠিক ঈদ, বৈশাখীর আনন্দের মতো-
সোনাই সোহাগে দীর্ঘদিন বেঁচে থাকার
স্বচ্ছ নিঃশ্বাসে- প্রত্যয় রবে ঘরে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “রোজাই দেহরক্ষী

  1. মহান আল্লাহপাক আমাদের সংযম কবুল করুন। আমীন।
    শুভ সকাল বাউল কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।