ক্লাসিক কিছু লিখা পড়লে কবিতার সংজ্ঞায় নতুন শব্দ বসাতে ইচ্ছে করে …
সেই নতুনের সংজ্ঞার স্বরূপ আমার জানা নেই; … কিন্তু অভাবটা অনুভব করি।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
ক্লাসিক কিছু লিখা পড়লে কবিতার সংজ্ঞায় নতুন শব্দ বসাতে ইচ্ছে করে …
সেই নতুনের সংজ্ঞার স্বরূপ আমার জানা নেই; … কিন্তু অভাবটা অনুভব করি।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সালাম নিন স্যার। নতুন সজ্ঞা লিখতে হয় তাহলে! নতুনদের দেখেই অনুভব করুন: অভাবটা কোথায়?
সেই নতুন সংজ্ঞার স্বরূপ জানা নেই … কিন্তু অভাবটা অনুভব করি।
ক্লাসিক লেখার এই তো বৈশিষ্ট্য । একই সাথে ভাব এবং অভাব দুইই অনুভব করায় । এজন্যই সাহিত্য সব সময় নতুন ! সম্পুর্ণ নতুন আঙ্গিকের কিছু লেখা পড়ে মাঝে মাঝে আমিও তাই ভাবি !
একই ভাবনা থেকে ইদানিং কিছু লিখা পড়ছি মি. আনিসুর রহমান,
ভাবতে কষ্ট হয় এই মূল্যবান সাহিত্য কি আদৌ সাহিত্যের পর্যায়ে পড়ে !!
মতামতে অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। ভালো থাকুন।
ঠিক এই কথাটাই আমার মনে হচ্ছিলো “এই মূল্যবান সাহিত্য কি আদৌ সাহিত্যের পর্যায়ে পড়ে !!” তবে আমি যে উত্তর পাই তা হচ্ছে হা পড়ে । কারন সাহিত্য আসলে রবীন্দ্র পূর্ব যুগে সাধারনের বোধগম্যতার মধ্যে ছিল না । সেই অর্থে আমরা এখন সহজবোধ্য সাহিত্যের সমঝদার ! তবে আমি মনে করি সাহিত্য সবসময়ই উচ্চ মার্গের ও দূরদর্শী চিন্তা চেতনার কথা বলে। শুধু ধরনটা নির্ভর করে সেটা কে রচনা করছে এবং কোন শ্রেনীর পাঠকের জন্য রচনা করছে !
সঠিক মতামত রেখেছেন স্যার। গুড।
সাধে কি আর ক্লাসিক লেখা কালজয়ী!
শুভেচ্ছা রইলো দাদা।
ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও মি. সাইয়িদ রফিকুল হক।
সেই অভাবটাই হয়তো আমাদের বাঁচিয়ে রাখে স্যার
বিনীত সালাম গ্রহন করুন।
… হয়তো নতুন সব ভাবনা আর চেতনার জন্ম হয়। ধন্যবাদ স্যার।
খুব কঠিন কঠিন আলোচনা চলতাছে। এই রাত-বিরেতে আমি আর কিছু কইতে গেলাম না।
কঠিনে গিয়ে লাভ কি স্যার !! এই তো ঠিক আছে। চলুক না !!