নতুন সহবোধ

নতুন সহবোধ

জানি তুমি এই পথ মাড়াবে না কখনও
কারন, এই পথ এখন বন্ধ্যা
আগাছায় ডুবেছে পথের শরীর!
পথের নিশানাটুকু মুছে গেছে, ক্ষয়ে গেছে
নিজে নিজেই।

তোমাকে এই পথে বেশ বেনান
অচেনা আস্তরে যেন পুরনো কিছু প্রলাপ
সেঁটে রেখেছে!
সবুজ লকলকে ডগার ঘাস ফুল;

নতুন সহবোধ
ছাই রঙ্গা মেঘের সাথে আমরণ
ছন্নছাড়া এক জীবন ব্যাপ্তি!
বৃষ্টির ফোটায় কড়া নারে; শুদ্ধ স্পর্শ
আমলকি বন মলিনতায় ভাসে
এ কোন মুছে যাওয়া রীতি?
ভুলের প্রক্ষালনে,
বার তুমি কেন ফিরে আসো?

১৪২৪/২৫,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

4 thoughts on “নতুন সহবোধ

  1. জানি তুমি এই পথ মাড়াবে না কখনও
    কারন, এই পথ এখন বন্ধ্যা
    আগাছায় ডুবেছে পথের শরীর!
    *ভালো লাগলো আপনার সুবিন্যস্ত শব্দগুচ্ছ !

    1. এই গরমে ভালো থাকুন ভাই,,,,,,,,আমার ভালোবাসা জানবেন,,,

  2. বরাবরের মতো চমৎকার লিখা। ভালো লাগে তোমার লিখা পড়তে প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এই গরমে আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।