বিশ্বাস
নিজের ওপর নজর রেখো
চুরি হতে পারে হরিণী চোখ
গোলাপি ঠোঁট
দুরন্ত ইচ্ছে
পাখি মন।
নিজের ওপর নজর রেখো
নষ্ট হতে পারে জীবন
কষ্ট পেতে পারে মন।
বিশ্বাস বাঁচিয়ে রেখো
যে হাত ধরেছো তুমি সে হাত মানুষের।
আমি হিংসা পূজারী নই
নিরীহ পাখির মতো যার স্বভাব
নষ্ট পথের ধুলি তাঁর জন্যে নয়।
বিশ্বাস বাঁচিয়ে রেখো
যে হাত ধরেছো তুমি সে হাত মানুষের।
বিশ্বাস বাঁচিয়ে রেখো। অসাধারণ অনুভব।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়
স্বাগতম কবি।
আমি হিংসা পূজারী নই
নিরীহ পাখির মতো যার স্বভাব
নষ্ট পথের ধুলি তাঁর জন্যে নয়।
*বলিষ্ট ঘোষণায় আত্মপক্ষ সমর্থন ভীষণ ভালো লাগলো !
ধন্যবাদ ভাই
চমৎকার কবিতা… বিশ্বাস করুন কবি!
ধন্যবাদ প্রিয়