আলো অন্ধকারে
ঘরের মধ্যে কেবলই এক অন্ধকার খেলা করে।
আলো জ্বালাই প্রাণপণে, দু হাতে, দু পায়ে হেঁটে
ডাইনোসরের বাচ্চাগুলোকে দু পায়ে ঠেলে আলো
জ্বালিয়েই যাই এক দুই তিন; ঝকমকে লেড গোটা
ঘরে চারিয়ে যায়, ছড়িয়ে যায়, সাম্রাজ্যবাদী মননে
গোটা ঘর জুড়ে রাজত্ব করে আলো দাপটে সাদামুখো,
তবুও আশ্চর্য প্রদীপের নীচে – পেছনে, টুকরো খাঁজে
কিভাবে থেকেই যায় দু এক কুচি অন্ধকার; রাত্রি
যতই যৌবনবতী হয় অ্যামিবার মত কুচি অন্ধকার
বাড়ে, বাড়তেই থাকে। এক অতিন্দ্রীয় সন্ধিক্ষণে
সব আলো ঢাকা পড়ে যায়; স্থূল ডিভানের তলায়
এককোষী চেয়ারের নীচে, হাতের মুঠোয় পড়ে থাকে
শীর্ণ অপুষ্ট গত শতকের নিভু নিভু আলোর ফসিল।
সব আলো ঢাকা পড়ে যায়; স্থূল ডিভানের তলায়
এককোষী চেয়ারের নীচে, হাতের মুঠোয় পড়ে থাকে
শীর্ণ অপুষ্ট গত শতকের নিভু নিভু আলোর ফসিল।
___ আলো অন্ধকারের লিখা সার্থক। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।