গানওয়ালার প্রতি নিবেদন

গানওয়ালার প্রতি নিবেদন

এইযে আলোর খেলা
দিগন্তরেখা বরাবর উজ্জ্বল জোছনার ছাপ
তার সবকিছুই কী ভাবনার ভুল?
একবার কেউ যদি কথার কানাগলিতে ঢুকে পরে
জলজ পোকাদের মতো ভুলে কাটে তাঁদের জীবন।

এ আমার বিনয় নয়, তবুও
আঙুলের কারুকাজে ফুটিয়ে তুলছি দৃষ্টিনন্দন শিল্প
মেয়ে প্রেম বুঝ? ভালোবাসা?
তার সবটুকু নয় দেহের প্রবঞ্চনা।

সবে তো ময়ূর মেলেছে পেখম
সময়ের ডানায় পরেছে ধূসর মেঘের ছায়া
ও গানওয়ালা এবার একটা গান ধরো প্রেমের।

1 thought on “গানওয়ালার প্রতি নিবেদন

  1. ‘সবে তো ময়ূর মেলেছে পেখম
    সময়ের ডানায় পরেছে ধূসর মেঘের ছায়া
    ও গানওয়ালা এবার একটা গান ধরো প্রেমের।’

    ___ নিবেদন যথাযোগ্য হয়েছে প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।