মেঘ মাঝিদের পাড়ায় বসে সরব ঘোষণা
জল ফুরিয়ে জলের ছন্দ তবু বৃষ্টি হব না
চৌচিরে আজ মাঠ মোহনা আকাশ পানে
কালোর খোঁজে এক পশলা মাটির টানে
কোথাও কোথাও নেচে গেয়ে আষাঢ় মাস
গরম শুধু হেসে বেড়ায় ডাকের সর্বনাশ
গাছের খোঁজে বাদল ঘোরে এদিক ওদিক
ভাঙা পাথর যত্ন করে চাইছে জলের ভিখ।
4 thoughts on “মেঘ পিয়াসা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এমন শুদ্ধ এবং সরল লিখা বারবার পড়া যায়া। ভালো লাগে।
অভিনন্দন প্রিয় কবি দীপঙ্কর বেরা। আশা করবো ভালো আছেন। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ
ভাল থাকবেন
ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ
ভাল থাকবেন