শুধু রঙধনু মলিন
এপাশ ওপাশ স্বপ্ন আমার শুধু তালগাছ
বাস্তবতা তোমার তুলশীপাতার নাচ !
ঘুমায় ফুটপাত কিংবা কলাগাছের নিচে-
তুমি শুধু রাজপ্রসাদে নাক ডাক বাজ বাজ।
ক্ষুর্ধাত মনে উচ্চবিলাসীর খাদ্যতালিকার ছবি
বিনম্রশ্রদ্ধার আজাদের আর্তনাদে কিআর আঁকি-
মানচিত্র আমার রঙে রঙে বহু রূপে রঙিন
তাই আর স্বপ্ন দেখি না না ক্ষুধা আর লাগে না-
আম লিচুতলার ঠোঁটে মুখে আহা কি মিষ্টিদিন
হয়েছে সৃষ্টিক্ষীণ- ধূসর মেঘে রঙধনু মলিন।
এমন নস্টালজিক লিখা পড়লে নিজেকেও স্মৃতিকাতর হতে হয়।
অভিনন্দন বাউল কবি মি. সরকার।