সরিষার ঘানিটানা

সরিষার ঘানিটানা

ডোল ভরে এখন শুধু আপাদমস্তক প্রেম চাই
যে প্রেমের মাঝে হাটু জল- কুমর জল নাই-
শুধু শান্ত বলয়, মুখে ফুটে ধান ভাজা খই !
এখনী সম্যচাষের সোনালী ফসল ফলাতে যাই!

মাঠের মাঝে দাবানল জ্বলছে কে করে তা মানা
হারিয়ে গেছে বকুল ফুলের মালা- কে সাজাবে
গোলাপ ফুলের ঢালা-শুধু মনের গভীরে একবিন্দু
প্রেম চাই- বলে সরিষা তেল তুলোর ঘানিটানা-

এই সভ্য শাসক, অসভ্য তাই করেছে যতসব মানা-
অতঃপর ঘাসফড়িংর আর্তনাদ বুঝলো না কানা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “সরিষার ঘানিটানা

  1. এই সভ্য শাসক, অসভ্য তাই করেছে যতসব মানা-
    অতঃপর ঘাসফড়িং’র আর্তনাদ বুঝলো না কানা।

    অনেক সুন্দর লিখা বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।