অন্যদিন ধূসর পাহাড়ে

অন্যদিন ধূসর পাহাড়ে

এখানে কোনো সবুজই থাকবে না-
এখানে থাকবে না কোনো আগুন,
আগুনের উত্তাপ,
মানুষের প্রেম,
চুমুর দৃশ্য,
সবুজের আলিঙ্গন,
থাকবে না হাত ধরে গারো মেয়েদের মিছিল।

কিছুই থাকবে না অবশেষে। একটি আলখেল্লা
শুধুই হাত বুলাতে বুলাতে দখল করে নেবে সব
হ্যাঁ- সব।
শিশুদের হস্তরেখা, গাভীর ওলানের দুধ,
বনফুলের পরাগ, যাত্রীর বাইসাইকেল
ফেরিঅলা’র হাতের সংবাদপত্র
সাংবাদিকের হাতের ক্যামেরা……..

কেড়ে নিতে নিতে ওরা শুধু হাসবে। আর আমরা
যারা সুখিয়া রবিদাস-এর জন্য নিভৃতে কেঁদেছিলাম
তারা ঠাঁই খুঁজবো অন্য কোনও পাহাড়ে,
অন্য কোনও দিনকে নিজেদের জন্মদিন ভেবে ওড়াবো
ধূসর পাতার উড়োজাহাজ। দেশান্তরি না হয়েও
যারা মৃতের মত বেঁচে থাকে,
পড়বো তাদের প্রথম জানাজা।

3 thoughts on “অন্যদিন ধূসর পাহাড়ে

  1. ধূসর পাহাড়। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পাহাড় ধ্বসে প্রাণহানির ঘটনায় মনটা বেদনার্ত হয়ে উঠলো প্রিয় ইলিয়াস ভাই। দেশে নিয়ন্ত্রণ থেকেও দেশ নিয়ন্ত্রণহীন।
    সুবিধা না বাড়িয়ে ভাগ্য এবং প্রকৃতির ক্রিয়ায় আমরা আজও অসহায়।

  2. আর আমরা
    যারা সুখিয়া রবিদাস-এর জন্য নিভৃতে কেঁদেছিলাম
    তারা ঠাঁই খুঁজবো অন্য কোনও পাহাড়ে,
    * অসাধারণ কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।