সংশয়

সংশয়

জেগেছে মনে অতিশয় সংশয়
তারাগুলো কেন মুখটিপে হাসে;
শুধু সে তমস কারো ঘরময়
কারো ঘরে আলো খিলখিল হাসে।

জেগেছে মনে অতিশয় সংশয়
নিভি নিভি আলোতে কেন জোনাকি;
খুঁজে কাশবন,কখনো জলাশয়
পেলো শশী আলো,তাকে তবে ফাঁকি।

জেগেছে মনে অতিশয় সংশয়
অভ্রের কেন এ গুরু গুরু গর্জন
গা ভাসিয়ে বেড়াতো গগনময়
মাটিতেই মৃত্যু, হয়ে বরিষণ।

জেগেছে মনে অতিশয় সংশয়
কেন আগ্নেয়গিরির এ রক্ত বমন;
মাটির পেট চিঁড়ে মোতি কাড়ে কতিপয়
তুমি স্নেহময়ী, এ কার চাল চলন ?

5 thoughts on “সংশয়

  1. সব সংশয়ের অবমুক্তি ঘটুক —- চমৎকার ছড়াকাব্য।

  2. "জেগেছে মনে অতিশয় সংশয়
    অভ্রের কেন এ গুরু গুরু গর্জন
    গা ভাসিয়ে বেড়াতো গগনময়
    মাটিতেই মৃত্যু, হয়ে বরিষণ।"

    ঘনঘোর বরষা'র দুটি কবিতা পড়ে নিলাম আজ এই প্রাতেই। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  3. জেগেছে মনে অতিশয় সংশয়
    কেন আগ্নেয়গিরির এ রক্ত বমন;
    মাটির পেট চিঁড়ে মোতি কাড়ে কতিপয়
    তুমি স্নেহময়ী, এ কার চাল চলন ?——–অসাধারণ প্রকাশ করেছেন কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন——–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।