শুধু আমার

শুধু আমার

সীমানার বাঁকে অশ্রু মেঘ
মেঘের গায়ে চাঁদটা শুধু আমার নয়-
ভোরের সূর্য ছুঁয়া উষ্ণতা শুধু তোমার!
এক নিশ্বাসে কচুরিপানার ঘাম ঝরে যায়-
সাদা আকাশ পারে ক্লান্তির নীলিমায়;
প্রতিধ্বনির বিশুদ্ধ বাতাসে
জুড়ায় না সোনালী দিন-
বেদনায় সিক্ত হয়ে যায় রঙে মলিন
হেঁটে চলা ধুলির নিশ্বাস- ভেঙ্গে যাওয়া
বাঁশপাতার বিশ্বাস- জমে থাকে বরফেই
শিলাবৃষ্টি কিংবা পাহাড়ের ঝর্ণাধারা আমার।

১৬-০৭-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “শুধু আমার

  1. "হেঁটে চলা ধুলির নিশ্বাস- ভেঙ্গে যাওয়া
    বাঁশপাতার বিশ্বাস- জমে থাকে বরফেই
    শিলাবৃষ্টি কিংবা পাহাড়ের ঝর্ণাধারা আমার।"

    সুন্দর হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——-

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।