খুশিতে সজল

খুশিতে সজল

জানি, প্রতিবাদী তুমি বুকে প্রচণ্ড ঘা
কলম তোমার তাই যে জ্বলে উঠে তা;
কত মিসিল স্লোগান সবি হয় সার
হৃদয়ে ব্যাথার ঢেউ জাগে বার বার।
রাজপথ শূন্য তুমি চলছো একাকী
স্বার্থান্ধ সুযোগ বুঝে শুধু মারে উঁকি;
তবেই বিপ্লব যেন স্বার্থক, সফল
জনতাও সাথে, সাথি কলমের বল।

বিফলে ভাবছো তুমি, এ শনির দশা
জগত মেলার খেলা অবিকল পাশা;
বিপ্লব কখনো তবে কই যায় বৃথা
তুমি পেলে কতটুকু ভেবো না অযথা।
তোমার কলম জন্ম দিবেই ফসল
সেহি পাওয়া, মানুষ খুশিতে সজল।

চতুর্দশপদী কবিতা

3 thoughts on “খুশিতে সজল

  1. চতুর্দশপদী'র ছন্দ কবিতা অসাধারণ এক সৃষ্টি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।