ডুব

ডুব

মালা’টা হাতে নিয়ে বললি, পড়িয়ে দাও;

তোর গলায় পড়াতে গিয়েই চোখে চোখ
চোখে চোখে অপলক
চোখে চোখে কথা
তারপর চোখ বেয়ে বেয়ে ঠোঁট,
ঠোঁটে ঠোঁট রাখতেই তুই বিহ্বল
জাপটে ধরলি আমায় দু-হাতে
অনেক অনেকক্ষণ ধরে,
সময় কি থেমে ছিল?
কি জানি?

ঠোঁট বেয়ে গলা
গলা বেয়ে বুক হয়ে নাভিতে নামতেই একটু থমকে গিয়েছিলি
তারপর নাভি বেয়ে নদী
আমি ডুবে যেতেই ভেসে উঠলি তুই
তারপর আবার ডুবলি, আমাতে
তারপর প্রেম গড়ালো সাগরে
নোনা হলাম আমরা, ভিজে ভিজে;

রাত ডুবে যায় অন্ধকারে
প্রেম ডুবে কামে
আমি তোতে
আর তুই আমাতে?

অনেক ভালোবাসিস বুঝি?
নাইলে ডোবালি কেন আমায়?

3 thoughts on “ডুব

  1. শুভেচ্ছা ব্যাতিত আপনার ছোট উত্তরের মতো আমার মন্তব্যও ছোট। "সুন্দর কবিতা।" :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।