তবু কাঁদে মানুষ
প্রত্যুষে জগত হাসে করে ঝিকিমিকি
পূর্বাকাশে রবি এসে যেই দেয় উঁকি;
গাছ পালা পশু পাখি করে নাচানাচি
রোদ স্নানে এ ধরিত্রীও সতেজ শুচি।
রাতের আকাশে হাসে মিটিমিটি তারা
জেগে উঠে ঐ শশীও,শুভ্রতায় ভরা;
জোনাকি আলোতে বনানীও ঝলমল
মনে হয় যেন, এ স্বর্গের রংমহল।
বলাকারা যায় উড়ে সুদূরে কোথাও
তুলোর মত ভাসে,আকাশে মেঘেরাও;
নদী নালা ঝর্ণা ধারা বহে কলকল
সোনালী মাঠে,সবুজে কি আনন্দ ঢল।
তবু কাঁদে মানুষ, এখানে যেন কেন
এতো সুন্দর পৃথিবী পাবে কি কখনো?
'প্রত্যুষে জগত হাসে করে ঝিকিমিকি
পূর্বাকাশে রবি এসে যেই দেয় উঁকি;
গাছ পালা পশু পাখি করে নাচানাচি
রোদ স্নানে এ ধরিত্রীও সতেজ শুচি।'
___ ভালো লাগে পৃথিবী। মানুষের অন্তর ঘিরে থাক ভালোবাসায় ভালোলাগায়।
ভাল লিখেছেন কবি দা।