চিত্রকলা
বা – বা কই রে রঙিন ঐ প্রচ্ছদ-
না -বলো না, নাহয় অনুপ্রবেশবাদ;
লাল ধোঁয়ায় রাঙা ছোবল মারো
মুক্ত মাঠে নাই বা দিলে অবসাদ-
শুকনো পাঁপড়ির সাদা মেঘ উড়াও
গলা টানলেই চিত্র কারুকার্য আঁকাও।
চিত্রকলা
বা – বা কই রে রঙিন ঐ প্রচ্ছদ-
না -বলো না, নাহয় অনুপ্রবেশবাদ;
লাল ধোঁয়ায় রাঙা ছোবল মারো
মুক্ত মাঠে নাই বা দিলে অবসাদ-
শুকনো পাঁপড়ির সাদা মেঘ উড়াও
গলা টানলেই চিত্র কারুকার্য আঁকাও।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বতন্ত্র চেতনা ধারার লিখা। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।
বেশ।