চিত্রকলা

চিত্রকলা

বা – বা কই রে রঙিন ঐ প্রচ্ছদ-
না -বলো না, নাহয় অনুপ্রবেশবাদ;
লাল ধোঁয়ায় রাঙা ছোবল মারো
মুক্ত মাঠে নাই বা দিলে অবসাদ-
শুকনো পাঁপড়ির সাদা মেঘ উড়াও
গলা টানলেই চিত্র কারুকার্য আঁকাও।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “চিত্রকলা

  1. স্বতন্ত্র চেতনা ধারার লিখা। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।