অনুবাদ কবিতা : পৃথিবী এক অভিনয় মঞ্চ

পৃথিবী এক অভিনয় মঞ্চ

আসলে পৃথিবীটা যেন এক নাট্যশালা
নর নারীর ক্ষণে আগমন ক্ষণে নির্গমন
নানা বয়সী মানুষের নিরন্তর পথচলা
ঝেড়ে ফেলে মাতৃক্রোড় মমতা বন্ধন।

চিক চিক করা ঐ সাত সকালে
ছোট্ট ব্যাগ কাঁধে, হেলে দোলে
যেতে হয় স্কুলে, মন নাহি চলে
শামুকের মত শ্লথ গতি তালে।

দৃশ্যপটে প্রেমিক প্রেমিকা শত রং ঢঙে
মুখে কাব্যকথা হৃদয়ে ফাঁপর আবাস
গৃহ পরিচারিকার মত কত সাজ অঙ্গে
মাঝে মাঝে উদ্গীরিত তবে দীর্ঘশ্বাস।

পুনশ্চ আবির্ভূত ভাবাবেশে সৈনিক
শপথকারী নির্ভয় এক ধ্রুব প্রতীক
যেন ঈর্ষান্বিত, সম্মানিত, শ্মশ্রুধারী
তর্কবাগীশ খ্যাতিমান জগত ভরি।

ন্যায় প্রতিষ্ঠা আসে যেন কামানের মুখে
সকল পেটে আহার্য তা মোরগ বা খাসী
সুষ্ঠু বিধান জ্ঞানগর্ভ করাতে কেটে কুটে
আধুনিক নানান উপমায়, দৃষ্টান্তে পিষি।

চটি পায়ে যেন এক হাবা গোবা
এক ছোট্ট থলি ধরে আছে গ্রীবা
রং চশমায় ঢাকা যার চোখ দু’টি
তারুণ্য প্রভায় আলোকিত মাটি।

কুঞ্চিত পদ নলি তবু কন্ঠ স্বর পুরুষালী
তখনো শিশুর মত দেয় শীষ, গায় গান
আর শেষ দৃশ্যে কি অদ্ভুত আচরণ বলী
লুপ্ত দাঁত চোখ স্বাদ করুণ সে বিস্মরণ।

________________________
মূল: William Shakespeare.

2 thoughts on “অনুবাদ কবিতা : পৃথিবী এক অভিনয় মঞ্চ

  1. কিছুদিন হলো শব্দনীড় এ অনুবাদ কবিতা পড়া যাচ্ছিলো না।
    অভাবটি যেন আজ পূরণ হলো। বেশ হয়েছে মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।