কখন হবে ভাগ্য প্রসন্ন নেই জানা

কখন হবে ভাগ্য প্রসন্ন নেই জানা

সহস্র মানুষ আজ করে কিল বিল
শুকিয়ে গেছে গ্রামগঞ্জের খাল বিল;
সবুজ বনানী নেই সে আগের মত
ঘরবাড়ি গজিয়েছে তাও শত শত।

এক চিলতে ফাঁকা নেই নেব নিঃশ্বাস
মেলে না বড় আপন করি যে বিশ্বাস;
বস্তা ভরা মিথ্যে আশ্বাসেও কানে জ্বালা
ছলনা এতই মনে হবে প্রাণঢালা।

শত সে উন্নতির গন্ধ ছড়িয়ে ওরা
জনতা বিভ্রান্ত, খুশীতেই আত্মহারা;
সরল জনতা আমাদের, বড্ড বোকা
কাঁদে না শুধুই হাসেই পেয়েও ধোঁকা।

স্বপ্ন অঢেল, সপে অমূল্য ভোটখানি
কত সহিষ্ণু, কোমল তার মনখানি;
বিনিময়ে পেয়েছে যদিও প্রবঞ্চনা
কখন হবে ভাগ্য প্রসন্ন নেই জানা।

4 thoughts on “কখন হবে ভাগ্য প্রসন্ন নেই জানা

  1. সরল জনতা আমাদের, বড্ড বোকা
    কাঁদে না শুধুই হাসেই পেয়েও ধোঁকা।
    *শুধু কঠিন নয়, ভয়ঙ্কর সত্য এ উপলদ্ধি ! শুভকামনা কবি !

    1. অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই আনিসুর রহমান।

  2. আপনার প্রায় লিখা পড়লে আমার কেন জানি মনে হয় …
    নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে লিখা। ছন্দ আছে মাত্রাবৃত্ত আছে সংখ্যা বৃত্তও দেখি মাঝে মাঝে।

    কবিতার ব্যাকরণ আমার জানা না থাকলেও পড়তে ভালো লাগে। শুভেচ্ছা নিন কবি। :)

    1. ছন্দ জ্ঞান এবং কাব্য ব্যাকরণ আমার একদম জানা নেই। তবু লিখি; লিখেই যেন আনন্দ পাই। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।