বদলতে হুয়ে

বদলতে হুয়ে

নিত্য নিতি মানুষ বদলে যায়
পার্সনিফিকেসনের চরম
অনেকটা নেশার ঘোরে গোঁজামিল দেবার মত
ব্রেনের যেটুকু স্পেস আছে আরও কিছু নেবার মত,
সব গো, গোয়িং, গণ !
তখন বুড়ি দাইয়ের মত বলতে হয়, “সবটুকু নিলাম।”

আজ যে আকাশ, কাল সে বাতাস,
পরশু পাহাড়, তরশু সমুদ্দুর

নরশু যদি তবুও বেঁচে থাকে মালটাকে
জ্যান্ত তুলে পোড়া কাঠে করো ছাই।

4 thoughts on “বদলতে হুয়ে

  1. ব্যতিক্রমী উপস্থাপনা। সিম্পলি বেস্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কি ভালো লাগল এত উত্সাহিত করার জন্য |

  2. সব গো, গোয়িং, গণ !
    *অন্যরকম বা ভিন্নরকম যাই বলি না কেন, সেই রকম হয়েছে আপনার কবিতা !
    ভালো থাকুন কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।