সড়কের ভেতর লুকিয়ে থাকে যে পথ
অনেক পথ হেঁটেছি আমি। পথের ভেতরের পথ। গলির
ভেতরের গলি। অন্ধকারের ভেতরের অন্ধকার। কিংবা
জলের ভেতরের জল। পেরিয়ে এসেছি, পাড়ি দেবো বলে
সবুজের সকল সম্মোহন। এসেছি, কারও হাত ধরে
অতিক্রম করবো বলে সেতু-শতাব্দী-সমতল। ঝুলে
থাকা ধনুকের দরদ। মার্বেলে খচিত ঝড়ের আগাম
আভাস। দস্তা দানার গায়ে মাখা অনুজ্জ্বল আলো।
হেঁটেছি অনেক পথ। শূন্যের ভেতরের শূন্য। চোখের
ভেতরের চোখ। চীনামাটির পাত্রে রাখা মানবজনম।
রাত দিয়ে ঢেকে আসতে আসতে, যাপন করেছি
মৃত চন্দ্রসন্তানদের অন্ত্যেষ্টিক্রিয়া, হলুদ মধ্যসমুদ্রে।
অনেক পথ হেঁটেছি আমি। এবং এই পথের কিনারে
দাঁড়িয়েই একদিন সাজিয়েছি কবিতার জলজ অগ্নিসূচি।
কবিতার জন্য প্রিয় শুভেচ্ছা প্রিয় কবি ইলিয়াস ভাই। ধন্যবাদ।