বাবার জন্যে প্রার্থনা
ভাঙা কাঁচের স্মৃতিগুলো জোড়া দিতে গিয়ে বুঝলাম
বাবার সাথে আমার কোন ছবি নেই
অথচ প্রতিরাতে ঘুমাতে গেলে টের পাই
আমার বাবা ডানপাশে শুয়ে আছে আমাকে জড়িয়ে
তাঁর তর্জনী আঙুল ধরে হেঁটে যাই বাজারে
তেল নুন তরকারী কেনার পর ফিরে আসি
সেই দোকান সেই রাস্তা সব আছে
শুধু বাবার তর্জনী আঙুলটা ধরতে পারি না আর
খুব বড় কিছু হতে পারিনি তবে
চেষ্টা করছি তোমার মতো মহামানব হবার
বাবা নেই? এটা একটা অজুহাত
তিনি তো মিশে আছেন আত্মার সাথে সুখ কিংবা দুঃখে
যে তরী বানিয়েছ ঘাটে আমি তারই মাঝি সেজেছি আজ
তাকে ক্ষমা করো প্রভু তোমার ক্ষমার অঞ্জলিতে
স্বর্গের আলোয় ভরে দিও তাঁর অন্ধকার কবরটারে।
‘সেই দোকান সেই রাস্তা সব আছে
শুধু বাবার তর্জনী আঙুলটা ধরতে পারি না আর।’