অ সুখ

আমার ভেতর তুমি, অজান্তে বেড়ে উঠা কোন রোগ, চিন্ চিন্, ধড়পড় ধড়পড়, বুকের বাঁ পাশটার জ্বালা-
ঠিক ক্যান্সারের মত, কোষ থেকে ভ্রুণে ,স্নায়ু থেকে মনে –
কিংবা বলতে পারো মরুর বুকে নতজানু উট, গৃহপালিত, শান্ত শিষ্ট, নিয়ম করে চলা।

বলতে পারো একদিন, দু’দিন করে বেড়ে উঠা হাজার দিন
নূপুরের ঝন ঝন শব্দ ,কালো রাতের গভীরতা বা সন্ধ্যার পর
নিরবে ব্রিজের নিচে বয়ে যাওয়া পানি।

না এতো কিছু উপমা তোমার জন্যে নয়, বাহ্যিক মন –
দেহের জন্যে দেহ বা চায়না ক্রিমের ঐ কৃত্রিম অবয়ব, পাওয়ার জন্যে আরও কিছু পাওয়া-
না শুধু নশ্বর দেহের জন্যে এ প্রার্থনা নয়, তোমার দু’টি চোখ, টোলপড়া দূর্লব হাসি আর কাঁপা কাঁপা স্পর্শ, কাব্যই যোগ্য উপহার।।

আরিয়ান নিহাল সম্পর্কে

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে অধ্যয়ন করছি পাশাপাশি বিভিন্ন সাহিত্য- সংস্কৃতি সংগঠনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ আছি। উত্তরায়ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ চবি, তির্যক নাট্যদল, বন্ধুসভা চবি, সপ্তর্ষি তাদের মধ্যে অন্যতম। বর্তমানে উত্তরায়ণে সহ সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আরও কয়েকটি সংগঠনের কার্যকারী সদস্য পদে আছি। আজীবন সাহিত্য ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে চায়।

3 thoughts on “অ সুখ

  1. আজকের লিখাটি পড়লাম। বরাবরই আপনি বেশ লিখেন; অন্তত এটা আমার জানা।
    নিবন্ধন নেয়ার পর থেকেই প্রতীক্ষা ছিলো … কখন আপনার লিখা পড়ার সুযোগ হবে ?

    শব্দনীড় এ আপনাকে স্বাগতম আরিয়ান নিহাল। অবশেষে আপনার অভিষেক ঘটলো। :)

    1. ধন্যবাদ জামান ভাই। আমিও অস্থির ছিলাম কবে শব্দনীড়ে আবার লিখা শুরু করব তা নিয়ে, ফিরে আসলাম প্রিয় শব্দনীড়ে। অমর হউক শব্দনীড়।

      1. ফিরে আসায় অনেক খুশি হয়েছি মি. নিহাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।