আপনি কেমন আছেন?
………………………………………………………….
একদিন হসপিটালের বেডে শুয়ে ছিলাম
এক আত্মীয় এসে জিজ্ঞাসা করল কেমন আছেন?
কি বলব বলেন,সবার মত করে বললাম
হে ভালই আছি?
এক বন্ধুর বাবার বাবার জানাজায় গেলায়
বন্ধুকে দেখা মাত্র মুখ ফসকে বেরিয়ে গেল
বন্ধু কেমন আছিস?
বন্ধুও মুখ ফসকে উত্তর দিয়ে ফেলল
হে ভালই আছি
যেভাবেই থাকি,যেখানেই যাই সবাই জিজ্ঞাসা করে
আপনি কেমন আছেন?
সবার মত করেই উত্তর দিই হে ভাল আছি
সবার মত করেই সবাইকে আমিও জিজ্ঞাসা করি
আপনি কেমন আছেন?
তারাও আমার মত করে বলে
হে ভাল আছি
কথা হচ্ছে এ ভাল থাকা প্রশ্নটা কি ধরণের?
এটা কি কথার সূত্রপাত,কৌতুহল নাকি প্রশ্ন
যাইহক এই প্রশ্নের বয়স কিন্তু প্রাচীন
ভবিষ্যতেও এই প্রশ্নটা টিকে থাকবে
উত্তরও ঐ একটাই
সবাই না ভেবেই প্রশ্ন করে কেমন আছেন?
না ভেবেই একটা উত্তর হে ভাল আছি।
1 thought on “আপনি কেমন আছেন?”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেকে প্রশ্নের জন্য প্রশ্ন করেন। আমাদের ঠোঁটস্থ উত্তর যেন তৈরীই থাকে …
হ্যাঁ ভালো আছি।
ব্যক্তিজীবনে আমাদের ভালোমন্দের মিশেলেও আমরা বলতে জানি আমরা ভালো আছি।