প্রকৃতি এবং সময়

প্রকৃতি এবং সময়

এখানে সকলই স্থবির
কালের সূচনা যেই থেকে
সেই থেকে যেন এই প্রকৃতির নীড় ।
অথচ রাত, ভোর, সকাল, দুপুর
সকলই আবর্তিত, তবু অবিকল
শুধু এই জলের নূপুর ।

তবে কি ? আহা ! এমন সকাল
বদলে নিজেকে বারে বারে
জন্ম দিয়েছে শুধু, সেই শুরুতেই
এই ধাবমান মহাকাল ?

অথচ এ শাশ্বত জানি
কোন এক কালহীন কালে
অন্তহীন অন্ধকার হঠাৎ ফুরালে,
জন্ম নিয়েছে এই
সুকোমল মধুময় আলো-
বহু রেখা একে দিয়ে
সময়ের ভালে ।

কিন্তু এসব কথা
আমি কিইবা বুঝি ?
ক্ষণিকের এ জীবনে
দুদণ্ড সুখ যদি খুজি,
পাখিদের জলকেলি দেখে দেখে
একটা জীবন যদি যায়, কেটে যায়
কিবা ক্ষতি হায় !

সময়ের হিসেব কি
ক্ষণিক জীবন ব্যাপী
কিছু রাখা যায় ?
মহাকালে একদিন
একটা জীবন হীন
কিবা আসে যায় ?

অথচ এ অন্তহীন অকুল সময়
একে একে লিখে রাখে
ঝরে পরা পাতাদের
কত শত কথা ?
কত কচি পত্র পুস্প
বিকশিছে সুষমায়
দূর করে কত শত ব্যথা !

অতৃপ্ত এ জীবনে
যদি কিছুক্ষণ কাটে
জলে ভেসে ফুলেদের সাথে,
অথবা শিশুর মত
শীতে হিম কুয়াশায়
আলো জ্বালা উষ্ণ প্রভাতে

তবে এ জীবন তাহা
পারবে কি বয়ে নিতে
কালান্তে প্রাণ থেকে প্রাণে ?
বহু কাল পরে কেহ
শুনবে কি প্রতিধ্বনি
আজিকের সুর কোন গানে ?

১০ জানুয়ারী, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

6 thoughts on “প্রকৃতি এবং সময়

  1. প্রকৃতি এবং সময়
    ___ শব্দটিই আমার দৃষ্টিতে একে অন্যের পরিপূরক অথবা নিয়ামক মনে হয়।

    অন্তহীন অকুল সময় … একে একে লিখে রাখে কত শত কথা
    পত্র পুষ্প সুষমায় কাছে-দূর রাখে শত সহস্র দুঃখের আনন্দ ব্যথা ! ___ এই ই জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অনেক ধন্যবাদ মুরুব্বী স্যার ! বেশ কয়েকদিন নিয়মিত থাকতে পারিনি তাই মনের মধ্যে একটা হাহাকার কাজ করছিল । আপনার উপস্থিতি ও প্রশান্তি দায়ক মন্তব্যে তৃপ্ত হলাম ।

    1. আমি লক্ষ্য করেছি মি. আনিসুর রহমান।
      এখন থাকুন। বন্ধুদের ব্লগকে সময় দিন। ভালো লাগবে। :)

      1. ভালো লাগার জন্যই তো বন্ধুদের সাথে থাকা ।
        সবাইকে সক্রিয় দেখতে পেলে সত্যিই ভালো লাগে !

      2. রমজানে প্রায় সব ব্লগই অবসর কাটায়। ঈদ পেরুলে আমার জমবে। :)

  3. আমারও তাই ধারনা । প্রতীক্ষার রাত গুলোতে জেগে থাকার আনন্দ সত্যিই ভিন্নতর !

মন্তব্য প্রধান বন্ধ আছে।