এবার মৃত্যু দাও প্রভু
জন্মিতে পুনর্নবার
জঞ্জাল ভরা এই সমুদ্রে
বৃথাই এই রুদ্ধ সাতার,
পুনর্জন্মে আমাকে করো কবি
নয় এই গৎবাঁধা সংসার
বাউলের চরণে দিও ধ্রুপদী রবি চুম্বন
পরজন্মে চাইনে এই নিষিক্ত রাত, হাহাকার…
সখা প্রেমে বেধোনা আমাকে
দিও নিরঞ্জন প্রেমের সঙ্গ-সার
প্রভু, এবার তবে মৃত্যু দাও
দাও দাসের অধিকার!
মায়ার কানন
মায়ার রোদন
প্রভু হে- আর জনমে আমাকে করো রিক্তের অক্ষিসার
মেঘের গহ্বরে মেঘের গুঞ্জরন
অশ্রু ধারায় বুনিতে দিও শঙ্খমালার হার;
হৃদয় লোচনে হৃদয় যায় পচে
পাপের মোচন হয়নি- কত শত দ্বিধা সংকোচে
এই পথে পড়েছি পিছলে
এই জনমে পাইনি খুঁজে বেঁচে থাকার আনন্দ
প্রভু হে সান্দ্র ধ্বনির লগন বইছে-
এবার ছিন্ন করো মিছে মায়ার সম্বন্ধ!
দাউদুল ইসলাম
১৯.৬.১৭
“পুনর্জন্মে আমাকে করো কবি
নয় এই গৎবাঁধা সংসার
বাউলের চরণে দিও ধ্রুপদী রবি চুম্বন
পরজন্মে চাইনে এই নিষিক্ত রাত, হাহাকার…”
স্যার কথা দিন। পরজন্মে কবি হতে চাইনে, আমাকে কেবল সঙ্গী করে নেবেন। বিনীত মিনতি প্রার্থনার পাশাপাশি লিখা যে সুন্দর হয়েছে তার প্রশংসাও জানালাম।
আমার সালাম নিন স্যার
সাধ আর সাধ্যের টানপোড়নে মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি-
পরক্ষনে ভাবি এই জন্মতো শেষ নয় আরো জন্ম আছে…
ছিন্ন করো মিছে মায়ার সম্বন্ধএই জনমে পাইনি খুঁজে বেঁচে থাকার আনন্দ
প্রভু হে সান্দ্র ধ্বনির লগন বইছে-
এবার !
অসাধারন !
ভালবাসা জানিবেন প্রিয়…
দোয়া কামনা করি