নির্বিকার

নির্বিকার

নিজেরাই গড়েছে দেয়াল নিজেদের হাতে
ক্ষমতার লোভে আর তুলনার তফাতে
কেউ বদলায়, কেউ বদলায় না
না বদলানোর একটাই পথ
নিজেদের মলিনতা, স্বল্পতা ঢাকতে
শুধু লোক দেখানি তুলনা আর রক্ষকের ভূমিকায়
পাশে এসে দাঁড়ালে ত’ জনসমক্ষে প্রেমিক প্রমাণিত হয় না
তাই দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে নানান ভঙ্গিমা
ঠুনকো আভিজাত্য, ঠুনকো ভালোবাসা
ঠুনকো অহম, শুধুই প্রাপ্তির আশা
হা হুতাশেই জীবন গেল লোকদেখানো ঢঙে
যার জীবন আসলেই গেলো সে কিন্তু নির্বিকার।

4 thoughts on “নির্বিকার

  1. যার জীবন আসলেই গেলো সে কিন্তু নির্বিকার।
    * বিকারগ্রস্তদের অহমিকায় নির্বিকারদের মুল্যহীন প্রাণ এভাবেই সার্থান্বেষী মহলের কাছে মুল্য পরিশোধ করে । ধন্যবাদ কবি সুন্দর কবিতার জন্য !

  2. আমরা নিজেদের চারপাশে ব্যূহ তৈরী করে নিয়েছি।
    আনন্দ হাসি কান্না বেদনা সবই এখন কেবলই নিজস্ব। অংশীদারত্ব নেই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।