বৃষ্টির জন্য প্রার্থনা
ওখানে বর্ষাক্রান্ত রাত, এখানে তুষারে পুড়ি
আহা মেঘমালা একবার দেখা দিয়ে যাও
অনেকদিন ছুঁই না তোমার শরীর, অবরুদ্ধ
সকল ভাবনার ডানা, মেঘের আড়ালে লুকাবে
সুন্দরী চাঁদ; প্রতীক্ষার পরে জোনাকিরা গাইবে
আহ্লাদী গান, শরীর দিগন্ত ভিজিয়ে নেমে যাব
পৃথিবীর মাঠে। আহা মেঘ, মেঘমালা
আর একবার হুজুগে মাতাও; আমাকে উড়িয়ে নাও
বৃষ্টির দেশে; আঁচলে জড়িয়ে পুনরায় প্লুত হবো
আহা মেঘ ফিরিয়ে দাও অশান্ত ট্রেনের জানালায় তোমার
ঝাপটা, স্মৃতি পাঠে এসো পেরিয়ে যাই মেঘমল্লার রাত…
মেঘ ফিরিয়ে দাও অশান্ত ট্রেনের জানালায় তোমার
ঝাপটা, স্মৃতি পাঠে এসো পেরিয়ে যাই মেঘমল্লার রাত। ____ চমৎকার।
অনেকদিন ছুঁই না তোমার শরীর
*মেঘের জন্য এই তৃষ্ণা ও আকাঙ্ক্ষা তুষারের যন্ত্রণায় কিভীষন প্রকট ।