বদলতে হুয়ে
নিত্য নিতি মানুষ বদলে যায়
পার্সনিফিকেসনের চরম
অনেকটা নেশার ঘোরে গোঁজামিল দেবার মত
ব্রেনের যেটুকু স্পেস আছে আরও কিছু নেবার মত,
সব গো, গোয়িং, গণ !
তখন বুড়ি দাইয়ের মত বলতে হয়, “সবটুকু নিলাম।”
আজ যে আকাশ, কাল সে বাতাস,
পরশু পাহাড়, তরশু সমুদ্দুর
নরশু যদি তবুও বেঁচে থাকে মালটাকে
জ্যান্ত তুলে পোড়া কাঠে করো ছাই।
ব্যতিক্রমী উপস্থাপনা। সিম্পলি বেস্ট।
কি ভালো লাগল এত উত্সাহিত করার জন্য |
সব গো, গোয়িং, গণ !
*অন্যরকম বা ভিন্নরকম যাই বলি না কেন, সেই রকম হয়েছে আপনার কবিতা !
ভালো থাকুন কবি !
অনেক ধনবাদ কবি |