এমনি বিনাশ যেন হে স্বপ্নচারী
ডানা ভাঙা ফড়িং এর দুরদশা দেখে
সবুজ ঘাস ব্যথিত মনে বলে,
বেশ তো উড়তে আমার ফুলে বসে বসে!
রং লাগা ডানায় আমার ফুলের রং
হাওয়ায় খেলতো বেশ;
নেচে উঠত মাদল হাওয়ায় আমার চিকন ডগা।
তুই আজ নেতিয়ে শরীরে আমার
ধুকপুক জানে;
জানি চলে যাবি আপন মনে!
অথচ উড়তে গেলে কারো বাড়ন
শুনিসনি কখনো! হাওয়ার মাতাল নেশায়
তুই তো মেতে ছিলি দুলে দুলে
আত্ম গরিমায় ছিলি তুঙ্গে; আপন হারা
মৃত্যু যখন এমনি
শতরঞ্জির জাল বিছানো; তবে কেন?
ভুলে যাস, নন্দন চূঁড়ায় ঠাঁই মেলা ভার
উড়তে উড়তে বিষম কাল পাহারায়
এমনি বিনাশ যেন হে স্বপ্নচারী।
১৪২৪/০৭, আষাঢ়/বর্ষাকাল।
মৃত্যু যখন এমনি …
শতরঞ্জির জাল বিছানো; তবে কেন?
ভুলে যাস, নন্দন চূঁড়ায় ঠাঁই মেলা ভার !!
সার্থক এবং সুন্দর একটি লিখা প্রিয় বন্ধু।
ব্রাউজার সমস্যা করছে। দেখো তো বানান গুলোন ঠিক আছে কিনা !!
শুনিশনি > শুনিসনি। মৃত্যু > মৃত্যু। বিনাষ > বিনাশ। স্বপ্নচারি > স্বপ্নচারী।
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,বাংলার বর্ষার!!
অসাধারণ কবিতা !
শুভেচ্ছা কবি !
এই বর্ষায় ভাল থাকুন ভাই,,,,,,,,,