শিরোনামহীন

শিরোনামহীন

সঙ্গমের আগে ও পরে বইটা পড়ার পর
আমার প্রেমিকার কথা মনে পড়ে
সমুদ্র স্নানে গেলে বৈকালীন সূর্যটা
অবাক তাকিয়ে – যেনো এই প্রথম মানুষ দেখছে

সুড়সুড়ি – একটা বিচিত্র বুলেটের নাম
আমাদের বৃুঝি কোন গোপন যন্ত্রণা থাকতে নেই!
ভেতরের বিষয়গুলো যত্নে থাকুক
মানুষ যতোটা পায় তার চেয়ে ভোগ করে বেশি।

4 thoughts on “শিরোনামহীন

  1. কবিতার উপলব্ধি এবং শব্দের প্রকাশ বেশ নান্দনিক। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মানুষ যতোটা পায় তার চেয়ে ভোগ করে বেশি।
    * কি ভীষন এ সত্য !

মন্তব্য প্রধান বন্ধ আছে।