——-
সেদিন গায়ে সাবান ঘসতে ঘসতে মনে হল
এই শরীরটা তাহলে একদিন পঁচে যাবে?
কি বিপদ! এত আদরের শরীর আমার
এত সুন্দর জামা, সুন্দর খাবার খেয়ে
শরীরটাকে খুব মজবুত রাখি
তাহলে কি শরীরের যত্ন ছেড়ে দিব?
বিষয়টা ভাবতে ভাবতে অবাক হলাম
এখন শরীরের কথা ভাবলেই মনে হয়
শরীরটা তাহলে পঁচে যাবে
তাই আর শরীরটা নিয়ে ভাবছি না
যেটা পঁচবে না, সেটা মন
সেটার যত্নেই বেশী নিব-ভাবছি।
2 thoughts on “শরীরটা পঁচে যাবে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শরীর ও মন একে অপরের সাথে একাত্ব। মনের যত্ন নিতে গিয়ে গায়ে সাবান মাখতে ছাড়বেন না যেন কবি । তখন কিন্তু শরীরের চুলকানী মনকেও সংক্রমিত করবে । আপনি তখন কবিতা লিখবেন শুধু চুলকানী নিয়ে তা কি হয় ?
সেই ই ভালো। একে যখন অন্যের পরিপূরক তখন একটার যত্ন নিলেও চলে।