অতিক্রম
১৬৮ ঘন্টা অতিক্রম করল দেহ
৮ ঘন্টার সূর্যরাশিটা আবার উঠল!
ঘামঝরা ব্যস্ততার উম্মাদ মাঠ-
তবুও সেই দূরচিন্তাটা আরও গভীরে
কপকপ করে কাঁপন দিল।
যাক জীবন মানেই রণওযুদ্ধ ক্ষেত্র
সাহয রাকি কি হবে আর সবমিত্র-
মীরজাফরদের করুণ পরিস্থিতি দেখবো
এই সবে মাত্র!
ঘন্টার পর ঘন্টা -যুগের উপর যুগ
নগ্নইতিহাস গায়ে থুথুই দিবে কত মুখ –
ডুবে যাগ সমস্ত সূর্যরাশির কালোবুক!
অতিক্রম করতে চাই না ঘন্টাবাজির সুখ।
আবার সেই একই জীবন। আবার এই আমাদের চক্র জীবন।