একলাই পাবে

——–

আমাকে একলাই পাবে
পথে পথে আমি একাই হাটি
একাই ভ্রমর হয়ে ফুলে ফুলে ঘুরি
একাই বনে আসি
নদীতে যাই
প্রিয়সী আমি একলাই থাকি

প্রতিদিন আকাশের সব তারা দেখা যাবে না
প্রতিদিন সব ভ্রমর দেখা যাবে না
প্রতিদিন সব জোস্না দেখা যাবে না

প্রিয়সী আমি একলাই আছি
একলাই কোলাহল পাশ দিয়ে যাই আসি
একলা একলাই সব খানে ঘুরে আসি।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

4 thoughts on “একলাই পাবে

  1. বার কয়েক শ্বাসের সাথে আপনার লিখাটি পড়ে নিলাম। আপনার লিখার অন্যতম যে দিকটি আমার বেশী পছন্দ সেটি হচ্ছে … ভাষার স্বচ্ছতা এবং খুব নিকটবর্তী কথা। :)

  2. প্রতিদিন আকাশের সব তারা দেখা যাবে না ।
    *কিন্তু আমরা আমাদের প্রিয় কবিকে প্রতিদিনই রাতে দিনে ব্লগে দেখতে চাই । তা নিশ্চয়ই চাইলেই দেখা যাবে । শুভ কামনা কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।