——–
আমাকে একলাই পাবে
পথে পথে আমি একাই হাটি
একাই ভ্রমর হয়ে ফুলে ফুলে ঘুরি
একাই বনে আসি
নদীতে যাই
প্রিয়সী আমি একলাই থাকি
প্রতিদিন আকাশের সব তারা দেখা যাবে না
প্রতিদিন সব ভ্রমর দেখা যাবে না
প্রতিদিন সব জোস্না দেখা যাবে না
প্রিয়সী আমি একলাই আছি
একলাই কোলাহল পাশ দিয়ে যাই আসি
একলা একলাই সব খানে ঘুরে আসি।
বার কয়েক শ্বাসের সাথে আপনার লিখাটি পড়ে নিলাম। আপনার লিখার অন্যতম যে দিকটি আমার বেশী পছন্দ সেটি হচ্ছে … ভাষার স্বচ্ছতা এবং খুব নিকটবর্তী কথা।
প্রিয় মুরুব্বী ফেসবুকে আপনার অসাধারণ ছবিগুলোর কালেকশন আমাকে আনন্দিত করেছিল। আপনাকে ধন্যবাদ।
বিনীত হলাম মি. খালিদ মোশারফ।

প্রতিদিন আকাশের সব তারা দেখা যাবে না ।
*কিন্তু আমরা আমাদের প্রিয় কবিকে প্রতিদিনই রাতে দিনে ব্লগে দেখতে চাই । তা নিশ্চয়ই চাইলেই দেখা যাবে । শুভ কামনা কবি !